আজ কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র আজ পালিত হচ্ছে কৌশিকী কালীপুজো। সকাল থেকেই বিভিন্ন মন্দির, আশ্রম ও প্যান্ডেলে ভক্তদের ভিড় উপচে পড়ছে। বীরভূমের তারাপীঠে ভোর থেকেই শুরু হয়েছে বিশেষ পূজা ও আরতি। মহাশ্মশানে চলেছে তান্ত্রিক সাধনা ও হোমযজ্ঞ, যেখানে হাজার হাজার ভক্ত উপস্থিত থেকে দেবী তারার আরাধনায় অংশ নিয়েছেন।
শুধু তারাপীঠই নয়, কলকাতা, হাওড়া, নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ ভক্তদের ঢল নেমেছে। মন্দিরগুলিতে চলছে বিশেষ পূজার্চনা, প্রসাদ বিতরণ ও সারারাতব্যাপী কীর্তন। অনেক জায়গায় আবার প্যান্ডেল করে আয়োজন করা হয়েছে মহাকালীপুজোর।
ভক্তদের বিশ্বাস, কৌশিকী অমাবস্যার রাতে দেবী বিশেষভাবে জাগ্রত হন এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। তাই এই দিনে উপবাস, জপতপ ও পূজা-পার্বণে অংশ নেন অসংখ্য মানুষ। সব মিলিয়ে, রাজ্যজুড়ে আজ কৌশিকী অমাবস্যা ও কালীপুজোকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবের আবহ।