মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
আত্মবিশ্বাস ও উদ্দীপনায় দিনটি কাটবে। পুরনো কোনো প্রকল্পে সাফল্য আসবে। প্রেমে ভরসা বাড়বে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
অর্থ ব্যয়ের ক্ষেত্রে চিন্তাভাবনা প্রয়োজন। পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
মিথুন (২১ মে – ২০ জুন)
প্রভাবশালী কারও সঙ্গে যোগাযোগ হবে। সৃজনশীল কাজে সফলতা পাবেন। প্রেমে আকর্ষণ বাড়বে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। অতীতের ভুল শুধরে নেয়ার সময়। দাম্পত্যে সমঝোতা বজায় রাখুন।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
কর্মক্ষেত্রে সম্মান ও দায়িত্ব বাড়বে। নিজের সিদ্ধান্তে আস্থা রাখুন। প্রেমে স্পষ্টতা প্রয়োজন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
দীর্ঘমেয়াদি পরিকল্পনা কাজে আসবে। মানসিক শান্তির জন্য নিজেকে সময় দিন। অর্থভাগ্য মিশ্র।
পড়ুন: পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে কারা করবে বাজিমাত? [পর্ব-১]
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগে শুভ ফল। প্রেমে গভীরতা আসবে। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
চাকরি পরিবর্তনের চিন্তা সফল হতে পারে। গোপন শত্রু সক্রিয় থাকতে পারে, সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো যাবে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দূর যাত্রার সম্ভাবনা রয়েছে। শিক্ষা ও গবেষণায় অগ্রগতি হবে। প্রেমে চমক থাকতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
উপার্জনের নতুন সুযোগ আসবে। পারিবারিক দিক সুখকর। অর্থ বিনিয়োগে লাভের ইঙ্গিত।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নিজের অবস্থান নিয়ে গর্ব অনুভব করবেন। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। বন্ধুর সাহায্য কাজে লাগবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সাহস ও স্থিরতা কাজের পথে এগিয়ে দেবে। অর্থনৈতিক দিক মজবুত হবে। সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন।