ভক্তি বিশ্বাস

আরজি কার কান্ডে দেখা গিয়েছিল জুনিয়র ডাক্তার ও ডাক্তারি পড়ুয়ার এর পাশাপাশি নাগরিক সমাজ বিভিন্ন রাজনৈতিক দল ও গণসংগঠন পথে নেমে আন্দোলন করে। এবার কসবা আইন কলেজের ঘটনা তো সেই আরজিকর আন্দোলনের ছায়া দেখা যাচ্ছে। মানবাধিকার সংগঠন সিপিডিআরএস,অভয়া মঞ্চ, জয়েন্ট ডক্টরস প্ল্যাটফর্ম, জুনিয়র ডাক্তার ফোরাম সহ বিভিন্ন গণসংগঠন প্রতিবাদ জানিয়েছে।কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনাযর প্রতিবাদে সোমবার কলকাতায় জুনিয়র আইনজীবী ও আইন পড়ুয়ারা বিক্ষোভ মিছিল সংগঠিত করে।
ইতিমধ্যে এই ঘটনায় মনোজিৎ সহ আরো কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এতে আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। আন্দোলনকারী জুনিয়র আইনজীবী ও আইন পড়ুয়ারদের অন্যতম নেতা আইনজীবী শাহারুক জিয়ার বক্তব্য "শুধুমাত্র গ্রেপ্তার নয় ,দ্রুত চার্জশিট ফাইল করে তদন্ত শুরু করে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে।" তবে এখানেই থেমে থাকেননি আন্দোলনকারীরা। আন্দোলনকারী আইনজীবী শাহারুকের দাবী অবিলম্বে দোষীদের লাইসেন্স বাতিল করতে হবে। সোমবার সাউথ ক্যালকাটা আইন কলেজের জিবি মিটিং থেকে আপাতত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যদিও গভর্নিং বডির এই সিদ্ধান্তের বিরোধিতা এসেছে প্রতিবাদীদের পক্ষ থেকে।

