সাতসকাল : আজ, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের (ECI-TMC) পাঁচ সদস্যের প্রতিনিধিদল সকাল ১১টায় নয়াদিল্লির জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন। সেই প্রতিনিধি দলে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং প্রকাশচিক বড়াইক। সম্প্রতি বেশ কিছু নির্দেশিকা কমিশনের তরফে দেওয়া হয়েছিল, যা নিয়ে সর্বপ্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছিলেন। বাবা-মায়ের জন্ম শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছিল ভোটার তালিকায় নাম তুলতে। আর এবার এমন সিদ্ধান্ত নিয়েই প্রতিবাদ তৃণমূল কংগ্রেস।