Select language to read news in your own language

ছোটাছুটির দিন শেষ! এবার থেকে Adhar Card Update হবে মোবাইল থেকেই



ভারতীয় নাগরিক হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। নানাপ্রকার সরকারি ও বেসরকারি কাজকর্মে আধার কার্ডের প্রয়োজন হয়। তাই আধার সংক্রান্ত যেকোনো তথ্যের আপডেটেড থাকা প্রয়োজনীয়। এতদিন তথ্য আপডেটের (Aadhaar Update) জন্য স্থানীয় আধার আধার সহায়তা কেন্দ্রে যেতে হত। কিন্তু এবার জানা যাচ্ছে তার আর প্রয়োজন পড়বে না। রিপোর্ট বলছে, আধার আপডেট করার প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসার কারণেই এমনটা করা সম্ভব হচ্ছে।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার জন্য এবার থেকে আর আধার সহায়তা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়বে না। আধার আপডেট (Aadhaar Update) করা যাবে বাড়িতে বসেই। এই নতুন প্রক্রিয়ায় আধার আপডেট করা যাবে ওটিপি দিয়েই। যাচাই প্রক্রিয়া করা যাবে জন্ম সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্সের মতো নথি দিয়ে।

উল্লেখ্য, বর্তমানে আধার কার্ডের (Adhar Card) যে কোনও আপডেটের জন্যই আধার সহায়তা কেন্দ্রে যেতে হয়। ঠিকানা, জন্ম তারিখ বা মোবাইল নম্বর যেটাই পরিবর্তন করা হোক না কেন, স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে আধার সহায়তা কেন্দ্রে। কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় তা সম্ভবকর হয়ে ওঠে না,তাই এবার বড়সড় পরিবর্তন আসছে এই প্রক্রিয়ায়।

আধার আপডেট (Aadhaar Update) প্রক্রিয়াটি চলতি বছরের নভেম্বর মাস থেকে ডিজিটালাইজেশন হতে চলেছে। শুধুমাত্র একটি ওটিপি প্রয়োজন হবে এই নতুন প্রক্রিয়ায় আধার কার্ড (Aadhaar Card) ব্যবহারকারীদের। তার সাহায্যে সম্ভব হবে বাড়িতে বসেই আধার কার্ডের তথ্য আপডেট করা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই UIDAI এর তরফে লঞ্চ করা হতে পারে 'ই-আধার' মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই আধার কার্ড (Aadhaar Card) ব্যবহারকারীরা আপডেট করতে পারবেন নাম, ঠিকানা, মোবাইল নম্বরের মতো তথ্য।

পাশাপাশি,আইরিশ স্ক্যান বা বায়োমেট্রিক স্ক্যানের জন্য আধার সহায়তা কেন্দ্রে যেতে হবে। তবে উক্ত অ্যাপটি সাধারণ কিছু তথ্য আপডেটের ক্ষেত্রে  সুবিধাজনক হয়ে উঠতে চলেছে আধার কার্ড (Aadhaar Card) ব্যবহারকারীদের জন্য। গ্রামীণ অঞ্চলে যেখানে আধার সহায়তা কেন্দ্রে যাওয়া সমস্যাজনক, সেখানে বিশেষ লাভজনক হবে এই অ্যাপ।
 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: