বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই বিতর্কে জর্জরিত। টিজার প্রকাশের পর সমালোচনার মুখে থাকা ছবিকে ঘিরে এবার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিহোত্রীর মন্তব্যে সাংস্কৃতিক মহলে নতুন আলোচনার ঝড় উঠেছে।
শাশ্বত এক সাক্ষাৎকারে জানান, তিনি ছবির নাম পরিবর্তনের বিষয়ে কিছুই জানতেন না, শুটিং শেষের পরেই জানতে পারেন ‘দ্য দিল্লি ফাইলস’ বদলে নাম রাখা হয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। তবে পরিচালক অগ্নিহোত্রী দাবি করেন, নাম বহু আগেই বদলানো হয়েছিল এবং পোস্টার সব অভিনেতার কাছেই পাঠানো হয়েছিল।
অগ্নিহোত্রীর মতে, ছবির কাহিনি বাংলাকে কেন্দ্র করেই নির্মিত, আর শাশ্বত এখানে মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিযোগ, নাম পরিবর্তন নিয়ে বিভ্রান্তির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
সব মিলিয়ে, মুক্তির আগেই ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে উত্তেজনা ও বিতর্ক সমান তালে বাড়ছে।


