আজ দুপুরে কলকাতা সফরে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের শুরুতেই তিনি শহরবাসীর জন্য নিয়ে এলেন বড়সড় অবকাঠামোগত উপহার—প্রায় ১৪ কিমি দীর্ঘ নতুন মেট্রো পরিকাঠামো উদ্বোধন করলেন তিনি। তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধনের পাশাপাশি কóna এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করলেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে প্রায় ৫২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা হলো এদিন।
শুধু উদ্বোধনই নয়, রাজনৈতিক বার্তাও স্পষ্ট। কলকাতার ডুমডুমে একটি জনসভায় ভাষণ দেন মোদি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির রাজ্য কৌশলে এ সভা গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উন্নয়নকে সামনে রেখে মোদির প্রচার স্পষ্টতই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে চাইছে।
অন্যদিকে, অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেননি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি এই উদ্বোধনে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বাংলার অভিবাসী ও সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করেই এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। তাঁর দাবি, কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যে এই উন্নয়ন প্রকল্পকে ব্যবহার করছে।
রাজনৈতিক মহল মনে করছে, একদিকে উন্নয়নের মাধ্যমে রাজ্যবাসীর আস্থা অর্জনের চেষ্টা করছে কেন্দ্র, অন্যদিকে মমতার অনুপস্থিতি তৃণমূলের কড়া প্রতিবাদের বার্তাই বহন করছে। উন্নয়ন ও রাজনীতির এই দ্বন্দ্ব যে আগামী দিনে বাংলার রাজনীতিতে আরও চড়চড়ে হবে, তা আজকের মোদি সফর ফের প্রমাণ করে দিল।