সোমনাথ চৌধুরী :
আসন্ন দুই প্রতিবেশী রাজ্যের বিধানসভা ভোট ।তাই দুই রাজ্যকেই অর্থাৎ বিহার সহ বাংলাকে এখন পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি ।কয়েক মাস আগেই বাংলায় সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও তিনি পা রাখলেন পূজার আগে বাংলায় ।তিনি উদ্বোধন করলেন কলকাতা মেট্রোর তিনটি নতুন রুটের।সেই সাথে বিপুল অঙ্কের টাকার প্রকল্পের ঘোষণা করলেন।
নরেন্দ্র মোদী এদিন একসাথে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করেছেন।কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন হয়ে বেলেঘাটা ,হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ সহ নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর-তিনি উক্ত তিনটি নতুন রুটের উদ্বোধন করেছেন।তাকে দেখা গিয়েছে মেট্রোতে চড়ে সফর করতেও।
এদিন প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন করা হয়েছিল দমদমে। তার আগে বাংলার জন্য আরও এক বড় প্রকল্পের ঘোষণা করলেন তিনি। সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী এদিন ৬ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন, এই এক্সপ্রেসওয়ে দীর্ঘ ৭.২ কিমি। মোট ৫২০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করে নিঃসন্দেহে বড় চমক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন শুক্রবার দুই রাজ্যে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিহারে এদিন ১৮০০ কোটি টাকার আন্টা-সীমারিয়া ব্রিজ উদ্বোধন করেন ।উক্ত রেলব্রিজটি পুরনো হওয়ার দরুন ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, সেই সমস্যার সমাধান হয়ে গেলও আজ।
পাশাপাশি এদিন তিনি গয়ার উন্নয়ন খাতে আরও ১২ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন নরেন্দ্র মোদী।এই টাকা বরাদ্দ হয়েছে শহর, বিদ্যুৎ থেকে স্বাস্থ্য খাতে পরিকাঠামো উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী এদিন বিহারে ক্যানসার হাসপাতালেরও উদ্বোধন করেন।