Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

অভয়া বিচারহীন বছরপূর্তি রাতে রাজপথে মানুষ





ডাক্তার বোন অভয়া বিচারহীন একবছর । প্রতিবাদে জুনিয়র ডাক্তার ফ্রন্ট আজ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত মশাল মিছিলের ডাক দিয়েছে । মিছিলে অসংখ্য সাধারন মানুষ পা মিলিয়ে ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছে । রাত ন'টা থেকে কলেজস্ট্রীট থেকে শ্যামবাজার পর্যন্ত রাজপথে অভয়ার বিচার চাই ধ্বনিতে ধ্বনিতে মুখরিত হচ্ছে । প্রীতিলতার বাংলায়, বেগম রোকেয়া বাংলায়, কাদম্বীনির বাংলায়, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের বাংলায় বিচার চাই ধ্বনিতে ধ্বনিতে রাতের রাজপথ উত্তাল । অভয়ার বিচারের নামে যে প্রহসন চলছে তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলন শুধু ডাক্তারদের নয় । সমাজের প্রয়োজনে এই আন্দোলন সবার বলে বেহালা থেকে আসা এক আন্দোলনকারী রবি দেবনাথ মিছিলে হাঁটতে হাঁটতে জানান । কলকাতা ও পার্শ্ববর্তী শহরতলি থেকে আন্দোলনে বহু মানুষের যোগদানে অভয়ার ন্যায় বিচারের আশা আবার জাগিয়ে দিয়েছে । এই আন্দোলন বলে দিচ্ছে মানুষের লড়াইকে স্তব্ধ করে দিতে পারে নি, অভয়াকে ভুলিয়ে দিতে পারে নি । এ মত ব্যক্ত করেছে আন্দোলনে যোগদানকারী মানুষজন ।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: