Select language to read news in your own language

ব্লেক লাইভলির বিরুদ্ধে ৪০০ মিলিয়নের মামলা প্রত্যাহার করলেন জাস্টিন ব্যালডোনি, মানহানির মামলাও খারিজ আদালতে


হলিউড অভিনেতা জাস্টিন ব্যালডোনি অবশেষে অভিনেত্রী ব্লেক লাইভলি-র বিরুদ্ধে করা ৪০০ মিলিয়ন ডলারের পাল্টা মামলা প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে ব্যালডোনি ব্লেক লাইভলি ও আরও কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন, কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দেয়।

বিচারপতির মতে, ব্যালডোনির প্রমাণ উপস্থাপন পর্যাপ্ত ছিল না এবং মামলার যুক্তি আইনত অগ্রহণযোগ্য ছিল। এই রায়ের পরেই ব্যালডোনির পাল্টা মামলা নিজে থেকেই প্রত্যাহার করে নেওয়া হয়।

উল্লেখ্য, এই মামলার জেরে হলিউডে আলোড়ন পড়ে যায়। উভয় তারকার আইনজীবীরা আপাতত শান্তিপূর্ণ নিষ্পত্তির পথে এগোতে চান বলেই ধারণা করা হচ্ছে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon