
পদ্মাবতী বসু
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ'র তত্ত্বাবধানে অনুষ্ঠিত ২০২৪ শিক্ষা বর্ষের চতুর্থ শ্রেণীর প্রাথমিক শেষ (বৃত্তি) পরীক্ষায় ডায়মণ্ডহারবার ফলতা আঞ্চলিক কমিটির অধীনে অংশগ্রহণকারী স্কুলগুলোর বৃত্তি প্রাপক ও স্কুলের প্রথম স্থানাধিকারী ছাত্র ছাত্রীদের ডায়মণ্ডহারবার হাই স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে শতাধিক ছাত্র ছাত্রীর হাতে সার্টিফিকেট, সংবর্ধনা স্মারক,বই,মেডেল ও কেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিটির ডায়মণ্ডহারবার মহকুমা কমিটির সম্পাদক বলরাম কয়াল, আশুতোষ কলেজের অধ্যাপক আমিন উদ্দিন সেখ, প্রাক্তন প্রধান শিক্ষক সুধীন কুমার সাঁতরা মহাশয়। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অমিতা হালদার, সাধন চন্দ্র টিকাদার, সামসুল ইসলাম, গৌতম মণ্ডল,নমিতা ইসলাম, মৌসুমী মণ্ডল প্রমুখ।স্বাগত ভাষণ দেন কমিটির সম্পাদক মনিরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক সুধা মাধব সামন্ত মহাশয়।