Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতার পথে সুপ্রিম কোর্ট


বিহারে চলমান ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (Special Intensive Revision – SIR) নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসানে এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা থেকে বাদ যাওয়া প্রায় ৬৫ লক্ষ নামের তথ্য প্রকাশ্যে আনতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বাদ পড়া ভোটারের নাম এবং তার কারণ স্থানীয় স্তরে নোটিশ বোর্ডে টাঙাতে হবে, একইসঙ্গে অনলাইনে ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে প্রথমবারের মতো ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া সর্বসাধারণের কাছে একেবারে স্বচ্ছ হয়ে উঠবে। আদালতের ভাষায়—গণতন্ত্রের মূল ভিত্তি হল নাগরিকের ভোটাধিকার, আর সেই অধিকার সুরক্ষিত রাখাই নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব।”

এই নির্দেশের ফলে বিরোধীদের অভিযোগ কিছুটা প্রশমিত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করা হবে। ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: