Select language to read news in your own language

Dual Voter ইস্যুতে তৃণমূল-বিজেপি তুমুল বাকযুদ্ধ, রাজনীতির মঞ্চে উত্তাল বাংলা


পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তাপ। দ্বৈত ভোটার এবং অনুপ্রবেশকারী ইস্যু ঘিরে তৃণমূল কংগ্রেস (TMC) ও ভারতীয় জনতা পার্টির (BJP) মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। বিজেপির দাবি, তৃণমূল সরকার পরিকল্পিতভাবে রাজ্যে অনুপ্রবেশকারীদের বসতি গড়ে তুলছে এবং তাঁদের ভোটার তালিকায় যুক্ত করে নির্বাচনে প্রভাব ফেলছে।

বিজেপি নেতারা অভিযোগ তুলেছেন, এই 'ডুয়াল ভোটার'রাই পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করছেন। দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে।

তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলটির মুখপাত্র জানান, "এই অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপি জনসমর্থন হারিয়ে ভুয়ো প্রচারের মাধ্যমে রাজ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে।"

এই ইস্যুতে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে সূত্রের খবর।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon