পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, স্মার্ট মিটার ব্যবহারকারী গ্রাহকরাও এবার থেকে প্রতি তিন মাস অন্তর বিদ্যুৎ বিল দিতে পারবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রাজ্যে ঘরোয়া প্রিপেইড স্মার্ট মিটার বসানো আপাতত স্থগিত রাখার পরই।
এর ফলে বিদ্যুৎ গ্রাহকদের উপর আর্থিক চাপ কিছুটা হ্রাস পাবে বলেই মনে করছেন অনেকেই। সাধারণ মিটারের মতো স্মার্ট মিটারেও এবার থেকে নিয়মিত মাসিক বা ত্রৈমাসিক বিলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা যাবে, যা গ্রাহকবান্ধব পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।