Select language to read news in your own language

হাতুড়ে টোটকা নয়, চাই বিজ্ঞানসম্মত চিন্তার বাস্তবায়ন

সুজয় দাস (সমাজকর্মী)


সম্প্রতি এক রিপোর্ট প্রকাশিত হয়েছে গত একবছরে ৫০০ টাকার জালনোট ৩৭% বৃদ্ধি পেয়েছে। যদিও এই হিসেব শুধুমাত্র একবছরে যে পরিমাণ জালনোট বাজেয়াপ্ত হয়েছে তার পরিসংখ্যান। কিন্তু ধরাছোঁয়ার বাইরের বিপুল জালনোট রয়েছে। ইতিমধ্যেই এই রিপোর্ট ওয়াকিবহাল মহলে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছে। তাহলে ২০০০টাকার নোটের মতো ৫০০টাকার নোট‌ও আবার বাতিলের পথে কী? শোনা যাচ্ছে ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের অন্যতম শরিক দলের নেতা ৫০০টাকার নোট বাতিলের দাবী জানিয়েছেন। কিন্তু এই নোট বাতিলের মাধ্যমে আদৌ জাল নোটের কারবার,কালো টাকা, সন্ত্রাসবাদ প্রতিরোধ সম্ভব হবে ? কারণ ২০১৬সালে রাতারাতি এক ঘোষণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০০ এবং ৫০০টাকার নোট বাতিল ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকার ও শাসকদলের বক্তব্য ছিলো এর ফলে ভারতের সাধারণ মানুষের মঙ্গল হবে। জালনোটের কারবার ও সন্ত্রাসবাদ প্রতিহত করা যাবে। পাশাপাশি কালো টাকার মজুতদাররা জব্দ হবে। যদিও বাস্তবে গরীব সাধারণ মানুষের দুর্দশা সকলের জানা। কবির ভাষায় "বাবু যত বলেন পারিষদ বলে তার শতগুণ।" প্রধানমন্ত্রীর নোট বাতিল ঘোষণার পর কুঁচো বিজেপি নেতাকর্মীরা কেন্দ্রীয় সরকারের হঠকারিতা ও নতুন ২০০০ ও ৫০০ নোট সম্পর্কে নানান বিভ্রান্তিকর কথা প্রচার করতে থাকলো‌। কিন্তু কেন্দ্রীয় সরকারের আজগুবি কার্যকলাপের ফলে দেশের জনসাধারণের দৈনন্দিন জীবনে সত্যি কোন ভালো প্রভাব পড়েছে কী? উত্তর না। ২০১৬ সালে ৫০০ ও ১০০০টাকার নোট বাতিলের সময় একটি রেস্পিরা সিরাপের দাম ছিলো ২০ টাকা। পশ্চিমবঙ্গের একজন জুট মিল শ্রমিকের সর্বচ্চো দৈনিক বেতন ছিলো (শতকরা ১%শ্রমিক)৫০০টাকার কম।বর্তমানে রেস্পিরা সিরাপের! দাম ৬৩টাকা এবং একজন জুটমিল শ্রমিকের সর্বচ্চো দৈনিক বেতন প্রায় ৬০০টাকা(শতকরা ০.৫% শ্রমিক)। 
  নোট বাতিলের নয় বছরে দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমিকের বেতন বেড়েছে মাত্র ২% অথচ জীবনদায়ী ঔষধের দাম তিনগুণ বৃদ্ধি পেয়েছে,বেকারত্ব বেড়েছে, পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ঘটেছে। কিন্তু জাল নোটের কারবার বন্ধের বদলে বৃদ্ধি পেয়েছে। কালো টাকা কতো উদ্ধার হয়েছে তার তেমন কোনো তথ্য অধিকাংশ জনসাধারণের জানা নেই। ভারত এখনো দেশবিরোধী ও সন্ত্রাসবাদ মুক্ত হয়নি।ইতিমধ্যেই ২০০০টাকার নোট বাতিল হয়েছে। হয়তো ৫০০টাকার নোট‌ও বাতিলের পথে। কিন্তু প্রশ্ন একটাই এতদ্বারা দেশের কোন শ্রেণীর জনগণ লাভবান হবে। পরিশেষে একটি কথায় বলার দেশের দুর্দশা ঘোচাতে শুধুমাত্র হাতুড়ে টোটকা নয় বিজ্ঞানসম্মত উপায়ে কারণ নির্ণয় করে সঠিক পদ্ধতি অবলম্বন জরুরী।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: