Select language to read news in your own language

পাহাড়ে বাড়বে বৃষ্টি কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকার পরামর্শ আবহাওয়া দফতরের



বিষয়া ভৌমিক 

বৃষ্টির তাণ্ডবে তিস্তার জলে বিপর্যস্ত উত্তর সিকিম ভেসে গেল জলবিদ্যুৎ প্রকল্পের ল্যাব একাধিক সেতু ক্ষতিগ্রস্ত। আর এর মাঝেই আগামী ৪৮ ঘণ্টায় আরও জোর বৃষ্টির পূর্বাভাস দিয়ে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ আবহাওয়া দপ্তর।

 ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা পাহাড়ে দিন কয়েকের টানা বৃষ্টিতে, আগামি কদিনও লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে তিস্তার জলস্তর। সিকিমের উত্তর সিকিমের চুংথাং জলবিদ্যুৎ প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব ভেসে গেলও তিস্তার জলে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে প্রাকৃতিক দুর্যোগে ল্যাবের একাংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে । তিস্তার প্রবল জল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফিডাং (Phidang) -এর বিখ্যাত বেইলি ব্রিজ। আপাতত ওই সেতুর উপর দিয়ে যান চলাচল  সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এছাড়াও উত্তর সিকিমের সাংকালাং এলাকার একটি সেতুর পিলার ধসে পড়েছে বলে সূত্রের খবর।

যার ফলে ব্যাহত হয়েছে উত্তর সিকিমের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা।বহু পর্যটক বিপর্যয়ের জেরে উত্তর সিকিমে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন। প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে, তবে খারাপ আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটছে উদ্ধার অভিযানে। জলবিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি আশেপাশের জনবসতিগুলিতেও বিপদের আশঙ্কা, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: