Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ঘোষণায় প্রযুক্তি, নিরাপত্তা ও সংস্কারে জোর

 


৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়ন ও নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরেন। তিনি Mission Sudarshan Chakra-এর আওতায় উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন, যা দেশের সাইবার ও সীমান্ত নিরাপত্তা উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, আগামী দিনে GST সংস্কার আনার পরিকল্পনা জানিয়ে তিনি ব্যবসা ও বাণিজ্যের স্বচ্ছতা এবং সহজীকরণের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী আইন সংস্কার (Legal Reforms)যুবশক্তির ক্ষমতায়ন (Youth Empowerment)-কে উন্নয়ন যাত্রার মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “একটি বিকাশিত ভারত গড়তে প্রযুক্তি, নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচারের সমন্বয় অপরিহার্য। যুবসমাজের হাতে আমরা ভবিষ্যৎ তুলে দিতে চাই।”

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: