সোমনাথ চৌধুরী :
উচ্চ আদালতের নির্দেশের পরেও রাজ্যে এখনও শুরু হয়নি ১০০ দিনের প্রকল্পের কাজ ।কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশের পরেও টালবাহানা অব্যাহত ১০০ দিনের কাজ নিয়ে ।প্রায় তিন বছর ধরে MGNREGA অর্থাৎ একশো দিনের কাজ বন্ধ রয়েছে রাজ্যে। সম্প্রতি, ১লা আগষ্ট থেকে একশো দিনের কাজ শুরু করতে হবে রাজ্যে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে হবে যেকোনও শর্তে এমনটাই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের।
তবে রাজ্যের অভিযোগ ,কেন্দ্র সরকারকে দেওয়া উচ্চ আদালতের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত টাকা দেয়নি ১০০ দিনের প্রকল্পে ।বঞ্চিত দিনমজুররা তাদের প্রাপ্য বকেয়া অর্থ পাননি ।আর এই ইস্যুতে রাজ্য সরকার ফের একবার দ্বারস্থ হল কলকাতা হাইকোর্টের ।বৃহস্পতিবার রাজ্য আবেদন জানায় ১০০ দিনের প্রকল্পের প্রাপ্য বকেয়া নিয়ে ।২০২২ সালের মার্চ মাস থেকে কেন্দ্রের কাছে পাওনা রয়েছে ৪,৫৬৩ কোটি টাকা উচ্চ আদালতে জানিয়েছে রাজ্য।
উল্লেখ্য ,কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের বরাদ্দ অর্থ আটকে রেখেছে রাজ্যের ।রাজ্য সরকারের দাবি ,কেন্দ্রীয় সরকার বলপূর্বক আটকে রেখেছে একশো দিনের কাজের টাকা ।এদিকে আবার পাল্টা অভিযোগ কেন্দ্রের ,হিসাবের গরমিলের জন্য মেলেনি টাকা ।কেন্দ্র সরকারকে দাবি, রাজ্য প্লান অ্যাকশন রিপোর্ট দিতে পারেনি ।পাল্টা রাজ্যের দাবি, কি ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে তাদের তা জানানো হয়নি কেন্দ্রের তরফে।