Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

স্বাধীনতা দিবসে সিনেমায় দেশপ্রেমের ঢেউ — মিস করবেন না এই ১০টি অনুপ্রেরণামূলক ছবি

৭৯তম স্বাধীনতা দিবসে গোটা দেশজুড়ে চলছে দেশপ্রেমের উচ্ছ্বাস, আর সেই আবেগের রেশ ছুঁয়ে যাচ্ছে সিনেমা হল ও ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও। দেশপ্রেমের অনুভূতিকে নতুন করে জাগিয়ে তোলার জন্য দর্শকরা ফিরে যাচ্ছেন বলিউডের কিছু কালজয়ী দেশপ্রেমিক চলচ্চিত্রে, যা শুধুমাত্র বিনোদন নয়—বরং অনুপ্রেরণার উৎস।

তালিকায় জায়গা করে নিয়েছে Lagaan, যেখানে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ক্রিকেট হয়ে ওঠে সংগ্রামের হাতিয়ার; Swades, যা প্রবাসী এক বিজ্ঞানীর দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের গল্প বলে; Rang De Basanti, যেখানে তরুণদের দেশপ্রেম রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহে পরিণত হয়; এবং Chak De! India, যা নারী হকি দলের সংগ্রাম ও জাতীয় গৌরব পুনরুদ্ধারের কাহিনি।

তাছাড়া রয়েছে Gunjan Saxena, ভারতের প্রথম মহিলা যুদ্ধবিমান চালকের অনুপ্রেরণামূলক জীবনকথা; Kesari, সারাগারহির ঐতিহাসিক যুদ্ধে ২১ জন শিখ সেনার অসীম সাহসের গল্প; এবং URI: The Surgical Strike, যা আধুনিক ভারতের এক ঐতিহাসিক সামরিক অভিযানের রোমাঞ্চ তুলে ধরে।

এই ছবিগুলো স্বাধীনতা, আত্মত্যাগ, সাহস আর দায়িত্ববোধের মর্ম স্পর্শ করে। তাই স্বাধীনতা দিবসে দেশপ্রেমের আবেগকে আরও গভীরভাবে অনুভব করতে চাইলে এই ছবিগুলো দেখতে ভুলবেন না—হোক সেটা বড়পর্দায় কিংবা বাড়ির পর্দায়।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon