শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ২০২৫/২৬ আসর। উদ্বোধনী ম্যাচেই দেখা গেল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও অপ্রত্যাশিত ফলাফল। শিরোপার দাবিদার দলগুলোর পাশাপাশি মধ্যম সারির ক্লাবগুলিও প্রথম দিন থেকেই নিজেদের সেরাটা দিতে মরিয়া। ফুটবলপ্রেমীদের মতে, এবারের আসর হবে গোল, কৌশল ও নাটকীয় মুহূর্তে ভরপুর। আগামী কয়েক মাস এই লিগ ঘিরে থাকবে বিশ্বজুড়ে কোটি ভক্তের নজর।
উদ্বোধনী ম্যাচে প্রয়াত লিভারপুল তারকা ডিওগো জোতা-কে শ্রদ্ধা জানাতে আবেগঘন আয়োজন করা হয়েছে। এই ম্যাচে লিভারপুল দল উন্মোচন করবে একটি বিশেষ ভেস্ট, যাতে থাকবে ‘Forever 20’ লোগো—জোতার জার্সি নম্বরকে চিরস্মরণীয় করে রাখতে এই প্রতীক ব্যবহৃত হবে।