Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

শুটিং স্পট থেকে ভাইরাল ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, Zhao Lusi ও বাই জিংটিং-এর প্রেম গুঞ্জনে তোলপাড়


চীনের জনপ্রিয় অভিনেত্রী ঝাও লুসি (Zhao Lusi) ও অভিনেতা বাই জিংটিং (Bai Jingting)-এর মধ্যে সম্পর্ক রয়েছে—এমন গুজব সম্প্রতি নতুন করে উসকে দিয়েছে তাঁদের একটি ভাইরাল ছবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি অপ্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, দু’জনকে ‘The Legend of Shen Li’ সিরিয়ালের শুটিং স্পটে বেশ ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাতে।

অনুরাগীদের মধ্যে দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন চললেও, এবার একাধিক চীনা ব্লগার ও বিনোদনভিত্তিক সোর্স দাবি করছে, দু’জন নাকি অনেকদিন ধরেই একসঙ্গে রয়েছেন এবং ব্যক্তিগত সময়ও কাটাচ্ছেন বিভিন্ন লোকেশনে। কিছু সংবাদপত্র এমনকি জানিয়েছে, তারা দুজনে একসঙ্গে ছুটি কাটাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এক দ্বীপে গিয়েছিলেন, যদিও এই দাবি প্রমাণিত হয়নি।

এখনও পর্যন্ত ঝাও লুসি বা বাই জিংটিং কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের একাংশ তাঁদের রসায়নে খুশি হলেও, অনেকে আবার একে গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন।

চীনা বিনোদন মিডিয়ার মতে, এই জুটি তাঁদের পরবর্তী প্রজেক্টেও একসঙ্গে কাজ করতে পারেন। তবে তাদের সম্পর্ক আদৌ বাস্তব, নাকি নিছকই অনুরাগীদের কল্পনার ফসল, তা জানতে অপেক্ষা করতে হবে অফিশিয়াল ঘোষণার।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon