Select language to read news in your own language

Iran-Israel War Update : ট্রাম্পের চাপে মাথা-নত করে বৈঠকের জন্য রাজি ইরান






সাতসকাল নিউজ ডেক্স :

পরিস্থিতি ক্রমশই গুরুতর হয়ে উঠছে ইরান (Iran) ও ইজরায়েলের (Israel) যুদ্ধে। এদিকে সরাসরি যুদ্ধে না নেমেও ক্রমাগত  নাক গলাতে দেখা গিয়েছে আমেরিকাকে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাগাতার ইরানকে হুঁশিয়ারি দিয়ে চলেছেন। এর মাঝেই বড়সড় চমক দিয়ে তেহরান অবশেষে বৈঠক করতে রাজি হল। ইউরোপের তিন দেশের সঙ্গে ইরান (Iran) আজ বৈঠকে বসতে রাজি হয়েছে। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি চাপের মুখে পড়ে ইরান যুদ্ধবিরতির পথেই হাঁটছে ?

ইরানের (Iran) সরকারি সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার বসতে চলেছে বৈঠক। ইরানের (Iran) বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক কাজা কাল্লাসও ওই বৈঠকে উপস্থিত থাকবেন পাশাপাশি এই বৈঠকে আমেরিকারও সহায়তা রয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের মারফত পাওয়া খবর অনুযায়ী, এই বৈঠকের মূল লক্ষ্য পরমাণু চুক্তিতে ইরানের (Iran) সম্মতি আদায় করা। চুক্তি অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদন  এবং নাগরিকদের প্রয়োজন ছাড়া আর কোনো কাজে ইরান (Iran) পরমাণু শক্তি ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আদায় মূল উদ্দেশ্যেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। কিন্তু তেহরান তাতে সম্মতি দেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

প্রথম থেকেই ইরানের (Iran) পরমাণু শক্তিধর হওয়া নিয়েই আমেরিকা তথা পশ্চিমী দেশগুলির আপত্তি ছিল।ট্রাম্পের প্রশাসন এ নিয়ে চুক্তি করার জন্য বেশি শর্ত আরোপ করে। তাতে ইরান রাজি না হওয়াতেই সমস্যার সূত্রপাত।আর এর মাঝেই আক্রমণ করে বসে ইজরায়েল। পালটা জবাব দেয় ইরান (Iran)।

যুদ্ধ ক্রমাগত আরো ভয়াবহ আকার ধারণ করছে, উপরন্তু আমেরিকার 'উসকানি'। এদিকে পরিস্থিতি বুঝে আমেরিকাকে সম্প্রতি রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে। ঠিক এমন পরিস্থিতিতেই  সামনে এল ইরানের বৈঠকে বসার সম্মতির খবর। তবে কি ট্রাম্পের সামনেই মাথানত করল ইরান? বৈঠকের দিকে তাকিয়ে কূটনৈতিক বিশেষজ্ঞরা। 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon