রাবণ মণ্ডল
গুসকরা

চলছে শহর জুড়ে রাখীবন্ধন
সাতসকালে গুসকরা শহরের রাস্তায় দাঁড়িয়ে একদল পুলিশ! কিন্তু কেন?
অনেকেই চমকে উঠবেন, পুলিশের এমন তাজ্জব ঘটনা দেখে! অভিনব রাখী বন্ধন পালন আউশগ্রাম থানার উদ্যোগে!
গুসকরা
চলছে শহর জুড়ে রাখীবন্ধন
সাতসকালে গুসকরা শহরের রাস্তায় দাঁড়িয়ে একদল পুলিশ! কিন্তু কেন?
অনেকেই চমকে উঠবেন, পুলিশের এমন তাজ্জব ঘটনা দেখে! অভিনব রাখী বন্ধন পালন আউশগ্রাম থানার উদ্যোগে!
গুসকরা শহরের ব্যস্ততম রাস্তা গুসকরা স্কুল মোড়। সেখানে পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন আউশগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী, জেলা পুলিশের ডিএসপি এণ্ড ডিএনটি সুব্রত মণ্ডল, ওসি গুসকরা বিশ্বনাথ দাস, ওসি গুসকরা ট্রাফিক বিশ্বনাথ পাইন, ওসি ছোঁড়া রাহুল দাসসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
অন্যদিকে পুলিশের এমন মানবিক মুখ সচরাচর দেখে না মানুষ। এমন উদ্যোগে চমকে ওঠেন সকলে। গুসকরা শহরের স্কুলমোড় এলাকায় এদিন সকাল থেকেই পথচলতি মানুষের হাতে রাখি পড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পাঠালেন পুলিশ আধিকারিকরা। সমাজের নানান সমস্যায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের এই বার্তা মনে রাখবে শহর বাসী। তাতে আগামী দিনে কাজ করতে সুবিধা হবে বলেই মত ওয়াকিবহাল মহলের। পুলিশের এই মানবিক কাজের প্রশংসা করেছেন আউশগ্রাম এলাকার মানুষজনরা। পুলিশের এমন মানবিক কাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।