রাবণ মণ্ডল
গুসকরা

ভারচুয়াল উদ্বোধন মন্ত্রীর, ছিলেন এসপি, জেলা শাসকও।
গুসকরা
ভারচুয়াল উদ্বোধন মন্ত্রীর, ছিলেন এসপি, জেলা শাসকও।
অভিনব আদিবাসী দিবস পালন আউশগ্রাম থানার উদ্যোগে। এদিন আউশগ্রাম থানার গুসকরা পুলিশ ফাঁড়ি এলাকায় গুসকরা শহরে শুরু হল স্নাতক ডিগ্রিধারীদের জন্য ফ্রি কোচিং সেন্টার। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আউশগ্রাম থানার তত্ত্বাবধানে স্নাতক উত্তীর্ণ আদিবাসী সমাজের পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য বিনামূল্যে কোচিং দেওয়া হবে এই সেণ্টার থেকে। বিশ্ব আদিবাসী দিবসে একলব্য নামের এই কর্মসূচির শনিবার আনুমানিক দুপুর আড়াইটা নাগাদ গুসকরায় তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী ও জেলা পুলিশ সুপার সায়ক দাসের উপস্থিতিতে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পাশাপাশি গুসকরাতেও তার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিরা। এছাড়াও জেলা পুলিশের ডিএসপি ডিঅ্যান্ডটি সুব্রত মন্ডল, আউশগ্রাম-১ বিডিও শেখ কামরুল ইসলাম, আউশগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী, গুসকরা ফাঁড়ির ওসি বিশ্বনাথ দাস, ওসি ছোঁড়া রাহুল দাস সহ অনান্যরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুসকরার পাশাপাশি মেমারিতেও একইভাবে আদিবাসী পড়ুয়াদের কোচিং দেওয়া হবে। তবে গুসকরায় মোট ৯০ জন পড়ুয়াকে স্বনামধন্য প্রতিষ্ঠান রাইসের প্রশিক্ষকরা কোচিং দেবেন বলে জানা যায় পুলিশ সূত্রে। আর এই কর্মসূচি পরিচালনার জন্য সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গুসকরা পুরসভা বলে সূত্রের খবর।