Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

আন্তর্জাতিক যুব দিবসে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান

ভক্তি বিশ্বাস, কলকাতা 
মঙ্গলবার ১২আগষ্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হলো।এদিন দক্ষিণ শহরতলীর


বজবজে সকাল ১০টা সময় ইআর‌সিসিএম‌ইউ সংগঠনের পক্ষ থেকে যুবকদের নিয়ে কর্মসূচী সংগঠিত করা হয়। কর্মসূচী থেকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য যুব সমাজ তথা আপামর জনসাধারণের উদ্যেশ্যে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক প্রগতির বার্তা দেওয়া হয়। কর্মসূচীতে থেকে স্লোগান ওঠে যুদ্ধ নয় শান্তি চাই,বিভেদ নয় ঐক্য চাই। এদিনের কর্মসূচী সম্পর্কে ইআর‌সিসিএম‌ইউ সাংগঠনিক সম্পাদক সুজয় দাস জানান "বিশ্ব জুড়ে এক ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি ও উন্মাদনা তৈরি হচ্ছে। দেশে দেশে বিভেদকামী মানসিকতার জন্ম হচ্ছে।এরফলে একদিকে যেমন মেহনতি শ্রমজীবী শ্রেণী ক্ষতি গ্রস্থ হচ্ছে। তেমনি অন্যদিকে দিকে মানবসভ্যতা ভয়ংকর সংকটের সম্মুখীন হতে চলেছে। তাই আজ আন্তর্জাতিক যুব দিবসে আমরা যুদ্বের বদলে শান্তি এবং বিভেদের বদলে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি।" 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon