ভারতের গর্ব, অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট নীরজ চোপড়া ফের দখল করলেন বিশ্বের এক নম্বর জ্যাভেলিন থ্রোয়ার-এর স্থান। সর্বশেষ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স র্যাঙ্কিং অনুযায়ী, নীরজের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৪৪৫, যা তাঁকে ফের বিশ্বচ্যাম্পিয়নের আসনে বসালো।
এই তালিকায় পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী আর্শাদ নদিম রয়েছেন চতুর্থ স্থানে, যার সংগ্রহে রয়েছে ১৩৭০ পয়েন্ট। নীরজের ধারাবাহিক সাফল্য এবং আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে এই স্থান ফিরিয়ে দিয়েছে।
বিশ্ব অ্যাথলেটিক্স সার্কিটে নীরজের এই দাপট ভারতের ক্রীড়ামহলে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছে। আসন্ন অলিম্পিক ও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আগে তাঁর এই র্যাঙ্কিং ভারতীয় দলের মনোবল বাড়াবে বলে মত বিশেষজ্ঞদের।
নীরজ নিজেও এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “আমি কৃতজ্ঞ সকলের সমর্থনের জন্য। এখন লক্ষ্য আরও বড়, আরও দূর!”


