Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

Vote চুরি ভোটের একটি অংশ..

নরেন্দ্রনাথ কুলে


'ভোট চুরি' প্রসঙ্গে বিরোধী দলগুলোর সাংসদদের নির্বাচন কমিশন অভিযানে রাজধানী উত্তাল। বিরোধী সাংসদদের সাথে দিল্লি পুলিশের ধ্বস্তাধ্বস্তি । তৃণমূলের সাংসদ অসুস্থ হয়ে যাওয়ার মত ঘটনা তাঁদের এই অভিযান সারা দেশে রাজনৈতিক মহলে বেশ নজর কেড়েছে। নানা মুনির নানা মতে বিশেষজ্ঞদের মত দিনভর মিডিয়ায় ভেসে উঠেছে । নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বিসর্জন দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে সুবিধা করে দিতেই তাদের SIR পদক্ষেপ বলে বিরোধী সাংসদের অভিযোগ। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে বিজেপির ভোট চুরি সহজ হয়ে উঠবে, তাই বিরোধী সাংসদদের ঐক্যবদ্ধ অভিযান । বিজেপি ভোট চুরি করতে পারে বলে বিরোধী সাংসদরা বুঝতে পেরে গেছেন । তার জন্য তাঁরা ঐক্যবদ্ধ হয়েছেন । অথচ ছেলেমেয়েদের শিক্ষাটা চুরি করার ব্যবস্থা করে দিল বিজেপি সরকার, তার বেলা এই সাংসদরা বুঝতে পারলেন না । সাধারণ মানুষের ঘর থেকে বিদ্যুত চুরি সহজেই যাতে হয় তার ব্যবস্থা করে দিল, তখনও এই সাংসদরা বুঝতে পারলেন না । শ্রমিক ও কৃষকের জীবন আইন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছেন তাও বুঝতে পারলেন না । তখন তাঁরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারলেন না । শুধু ভোট চুরি হতে পারে তা বুঝে গেলেন । 
ভোট চলাকালীন ভোট চুরির কথা শুনতে সকলেই অভ্যস্ত । অবশ্য চুরি নয় ভোট লুঠও হয় কোথাও। যে যখন বিরোধী তারা এ বিষয়ে সর্বদা অভিযোগ করে । শুধু শব্দটি আলাদা । ভোটে 'রিগিং' শব্দটি মানুষ জানে । ভোটে 'রিগিং' থাকবে না আজ আর তা সম্ভব নয় । এই 'রিগিং' সময়ের সাথে সাথে শুধু নতুন নতুন ভাবে হাজির হয় । তাই সে এখন এক বিশেষণে ভূষিত । এখন সে 'বৈজ্ঞানিক রিগিং' নামে পরিচিত যা জনতার কাছে সহজে ধরা পড়ে না । এখন বিরোধী শূণ্য করার খেলায় শাসকের নির্লজ্জ আস্ফালন আজ আর চাপা থাকে না । 
তবে ভোটের আগেই নির্বাচন কমিশন বিজেপি সরকারকে ভোট চুরি করার ব্যবস্থা করে দিচ্ছে বলে আজকের বিরোধী সাংসদদের অভিযোগ । ভোটের আগে 'ভোট চুরি' র এমন কথা বেশ অভিনব । আজকের হাইটেক যুগের সাথে অবশ্য মানানসই । এই চুরি নিয়ে তাঁরা সরব হলেও কেমন করে কিভাবে কাদের ভোট চুরি হল তার পরিষ্কার উদাহরণ এখনও হাজির করতে পারেননি । বিরোধী সাংসদদের ঐক্যবদ্ধ প্রতিবাদ মানেই 'ভোট চুরি' প্রমাণ করে না । এমনকি ভোট নিয়ে নিজেদের কোন সততাও প্রমাণ করে না । তাঁরা তা মানুষের সামনে প্রমাণ করবেন, এটাই মানুষের কাছে কাম্য । নইলে ভোটের আগে হইচই ছাড়া আর কিছু নয় । ভোট চুরিও ভোটের একটি অংশ তাঁরা কি তা এখন অস্বীকার করতে পারেন ?

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: