বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোন ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ঘিরে আবারও শুরু হয়েছে বিতর্ক। চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রি দাবি করেছিলেন যে ২০২০ সালের জানুয়ারিতে জেএনইউ ক্যাম্পাসে গিয়ে যে প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন দীপিকা, সেই সম্পর্কে তাঁর বিন্দুমাত্র ধারণা ছিল না।
অগ্নিহোত্রির ভাষায়, দীপিকা রাজনৈতিক বাস্তবতা বা সেই মুহূর্তের আন্দোলন সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। বরং কিছু মহলে তাকে ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেছিলেন পরিচালক।
অন্যদিকে, সমালোচকরা বলছেন যে অগ্নিহোত্রির এই দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অসঙ্গত। অনেকেই মনে করেন যে দীপিকা পাদুকোন সচেতনভাবেই সেই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন, যা ছিল গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের পক্ষে।
বলিউড ও রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে আবারও শুরু হয়েছে বিতর্ক— কারো কারো মতে এটি রাজনৈতিক চাপ সৃষ্টি করার একটা অংশ, অপরদিকে অনেকেই বলছেন যে অগ্নিহোত্রির কথা বাস্তবতা প্রকাশ করেছে।