বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন আর থাকছেন না পরিচালক সানদীপ রেড্ডি ভাঙ্গার বহু প্রতীক্ষিত প্রজেক্ট “Spirit”-এ। এই খবর সামনে আসার পর থেকেই বলিউডে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা।
সূত্র জানিয়েছে, প্রজেক্টের কিছু সৃজনশীল মতবিরোধ এবং তারিখের সমন্বয় না হওয়ায় দীপিকা এই ফিল্ম থেকে সরে দাঁড়িয়েছেন। তবে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
“Spirit” ছবিটি এখনো নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কে দীপিকার পরিবর্তে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। ছবিটির মূল চরিত্রে রয়েছেন প্রভাস, যা আরও আগেই ঘোষণা করা হয়েছে।
এই সিদ্ধান্তে দীপিকার ভক্তরা কিছুটা হতাশ হলেও, বলিউডের পর্যবেক্ষকদের মতে, এর ফলে দীপিকা অন্য বড় প্রজেক্টে সময় দিতে পারবেন।
বর্তমানে দীপিকা পাডুকোন তার গর্ভাবস্থার সময় পার করছেন এবং পরিবার ও ব্যক্তিগত সময়কেই অগ্রাধিকার দিচ্ছেন বলেও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন।
দর্শকদের মধ্যে এই ছবির প্রতি আগ্রহ যেমন রয়েছে, তেমনই এখন সকলের নজর প্রযোজকদের পরবর্তী ঘোষণার দিকে।