যতীন দাস
ডায়মন্ডহারবার
ডায়মন্ডহারবার
শনি ও রবিবার ১৭ ও ১৮ মে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে মানবাধিকার সংগঠন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সারা রাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধি সংগঠনের সাধারণ সভায় যোগদান করে। মূলত ধর্মনিরপেক্ষতার আধারে মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করার উদ্দেশ্যে বার্ষিক সাধারণ সভা। এই সবার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কে শ্রীধর এবং প্রধান অতিথি বিশিষ্ট সমাজকর্মী সে সান্টু গুপ্ত।সংগঠনের রাজ্য সম্পাদক রাজকুমার বসাক জানান "বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করা সময়ের আহ্বান।তাই সংগঠনের সাফল্য ও সীমাবদ্ধতা সম্পর্কে পর্যালোচনা করে ধর্মনিরপেক্ষতার আধারে মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করার রূপরেখা তৈরীতে এই বার্ষিক সাধারণ সভা।" সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেন দুই দিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিডিআরএস সর্বভারতীয় সহসাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ।