শারদোৎসবকে ঘিরে যাত্রীদের চাপ সামলাতে একাধিক বিশেষ ট্রেন চালু করছে রেল। দুর্গাপূজা থেকে কালীপূজা পর্যন্ত কলকাতা, শিলচর, শিয়ালদহ ও যোগীবাড়ি রুটে চলবে এই ট্রেন।
২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ইটানগর থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছাড়বে ট্রেন, শিলচরে পৌঁছবে ভোর ২টা ৫০ মিনিটে। ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর শিলচর থেকে সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে, পৌঁছবে ইটানগরে বিকেল ৩টা ৫০ মিনিটে। ২৮ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর শিয়ালদহ থেকে ভোর ৬টা ৩৫ মিনিটে ছাড়বে, রাত ১০টা ৫০ মিনিটে যোগীবাড়ি পৌঁছবে। ২৯ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর যোগীবাড়ি থেকে সকাল ৬টা ৩৫ মিনিটে ছাড়বে ট্রেন, শিয়ালদহ পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে।
১৮ অক্টোবর বিশেষ একটি ট্রেন যোগীবাড়ি থেকে ছাড়বে সকাল ৬টা ৩৫ মিনিটে, শিয়ালদহ পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। আবার ১৯ অক্টোবর থেকে ১ নভেম্বর শিয়ালদহ থেকে সকাল ৬টা ৩৫ মিনিটে ছাড়বে ট্রেন, রাত ১০টা ৩৫ মিনিটে যোগীবাড়ি পৌঁছবে। ২০ অক্টোবর থেকে ২ নভেম্বর যোগীবাড়ি থেকে সকাল ৬টা ৩৫ মিনিটে ছাড়বে, শিয়ালদহ পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পুজোর সময়ে সাধারণ যাত্রীদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, তার জন্যই এই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।