প্রিয়াঙ্কা গাঙ্গুলি
Seattle, Washington, USA
আমেরিকার দুর্গাপুজোয় এই প্রথম দুই মহিলা পুরোহিত পুজো করবেন । ১০৮ টি প্রদীপ প্রজ্বোলনে দর্শনীয় সন্ধি পুজো সম্পন্ন করার সংকল্প নিয়েছে এই পুজো কমিটি। এ বছরই ১০২ জন মহিলা দ্বারা দেবীর প্রতি আরতি নিবেদিত হবে । এই পুজো খাঁটি বাঙালিয়ানা পুজোভোগের আয়োজন করতে চলছে । পূজা উপলক্ষ্যে শাড়ি ও বিভিন্ন হস্তশিল্প সামগ্রী সহ রসনা তৃপ্তির বিপণন স্টলের আয়োজনে আমেরিকার সিয়েটল্-র এই পুজো মন্ডপ বিশ্ব দরবারে বাঙালির বড় উৎসবে এক অনন্য নজির সৃষ্টি করতে চলেছে ।Seattle, Washington, USA