দুর্গাপুজোয় ঘুরতে যাওয়ার স্বপ্ন এবার আরও সাশ্রয়ী হচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) ঘোষণা করেছে একাধিক পুজো বিশেষ ট্যুর প্যাকেজ, যেখানে মাত্র ৭০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে মিলবে পাহাড় ও ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খাওয়াদাওয়া সহ নানা সুবিধা যুক্ত এই প্যাকেজগুলোয় রয়েছে ডে-ট্রিপ থেকে শুরু করে দুই দিন এক রাত বা তিন দিন দুই রাতের ভ্রমণ পরিকল্পনা।
পর্যটকদের সুবিধার্থে প্রাথমিকভাবে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার থেকে বাস ছাড়বে। জনপ্রিয় গন্তব্যগুলির মধ্যে থাকছে গ্যাংটক, দার্জিলিং, লাভা, ঝালং, লাটাগুড়ি, মূর্তি, গোরুমারা এবং জয়ন্তী। উত্তরবঙ্গের পাহাড় ও অরণ্যের মনোরম সৌন্দর্য উপভোগ করতে এবার ভিড়ের মরসুমেও সাধারণ মানুষের নাগালে আসছে সাশ্রয়ী ভ্রমণ।
NBSTC সূত্রে খবর, যাত্রীদের বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে বাড়তি বাস নামানো হবে এবং প্রতিটি প্যাকেজে থাকবে নির্দিষ্ট ভ্রমণসূচি। পর্যটকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে, কারণ স্বল্প খরচে একসঙ্গে একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ সচরাচর পাওয়া যায় না।
বিশেষজ্ঞদের মতে, দুর্গাপুজোয় উত্তরবঙ্গে পর্যটনের চাপ সামলাতে এই পদক্ষেপ যথেষ্ট কার্যকর হবে। এতে যেমন স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে, তেমনই সাধারণ মানুষের ভ্রমণ অভিজ্ঞতাও হবে আরও সমৃদ্ধ।