দেশজুড়ে রাজনৈতিক দলগুলির তালিকা পরিশোধনের অংশ হিসেবে নির্বাচন কমিশন (ECI) ইতিমধ্যেই ৩৩৪টি নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক দল (RUPP) তালিকা থেকে বাতিল করেছে। দ্বিতীয় ধাপে আরও ৪৭৬টি দলের বিরুদ্ধে ডিলিস্ট প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশনের স্পষ্ট বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ায় দীর্ঘদিন সক্রিয় না থাকলে বা কার্যক্রমে অনিয়ম থাকলে দল হিসেবে নিবন্ধনের সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বহাল থাকবে না।
এই অভিযানের আওতায় পশ্চিমবঙ্গের ১২টি দলও নজরদারিতে এসেছে। তবে এখনো তাদের বিরুদ্ধে চূড়ান্ত বাতিলের সিদ্ধান্ত হয়নি। তদন্তের পর নির্ধারিত প্রক্রিয়ায় চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।