আজ Partition Horrors Remembrance Day–এ দেশ বিভাজনের করুণ স্মৃতি ও ক্ষতিগ্রস্ত মানুষের সাহসকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইটার (X)–এ তিনি লিখেছেন, “আমরা সেই বিভাজনের কারণে অসংখ্য মানুষের যে উত্তাল বেদনা সইতে হয়েছে, তা স্মরণ করছি। সেই ত্যাগের স্মৃতিতে আমাদের উচিত জাতীয় সংহতি আরও দৃঢ় করা।”
প্রধানমন্ত্রী এই দিনে দেশবাসীকে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন এবং বিভাজনের সময় ঘরবাড়ি, প্রিয়জন ও সবকিছু হারিয়েও যারা দৃঢ়চিত্তে পুনর্গঠন করেছেন, তাঁদের অবদানকে উচ্চ প্রশংসা করেছেন।
দেশ বিভাজনের বেদনা স্মরণে প্রধানমন্ত্রী মোদী: ঐক্যের আহ্বান
Thursday, August 14, 2025