Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

মেয়েদের রাত দখল আজ

পদ্মাবতী বসু


অভয়ার ন্যায় বিচারের দাবিতে গত বছর স্বাধীনতার রাতে প্রতিবাদে কলকাতার পথে পথে রাত দখল করেছিল বাংলার মেয়েরা । আজকে তারও বর্ষপূর্তি । একবছর পরে মেয়েরা ন্যায় বিচারের দাবিতে আবারো পথে নামছে । এ প্রতিবাদে কোন রাজনৈতিক রঙ ছিল না । স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ সমাজমাধ্যমে ডাকা প্রতিবাদে সামিল হয়েছিল সেদিন । আজও সেই প্রতিবাদের বর্ষপূর্তিতে বাংলার মেয়েরা পথে নামছে । গতবছর এই আন্দোলন শাসক ও তাঁর শাখাপ্রশাখার বুকে আতঙ্ক ধরিয়ে দিলেও, আজকে তাঁরা অনেকটাই নিশ্চিন্ত । তদন্ত ও বিচারের প্রক্রিয়া যে পথে এগিয়েছে সে পথে তাঁদের জন্য যেন কাঁটা নেই। তাই ল'কলেজের মত শিক্ষা প্রতিষ্ঠানে আবারো ধর্ষনের কান্ড ঘটে । বাংলার মেয়েরা কোথাও নিরাপদ নয় । অভয়ার ন্যায় বিচার না-পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বাংলার মেয়েরা দৃঢ় প্রতিজ্ঞ । ন্যায় বিচারের দাবিতে বাংলাজুড়ে নানা অরাজনৈতিক কমিটি গঠিত হয়েছে । এই কমিটিগুলো বাংলার মেয়েদের আন্দোলনের পাশে আছে । যে কমিটিগুলো জুনিয়র ডাক্তারদের ডাকা গত ৯ আগস্ট অভয়ার মৃত্যুর বছরপূর্তি রাতে মশাল মিছিলে যোগ দিয়েছে । এ লড়াই শুধু আর নারীদের লড়াই নেই । আজকেও সেই কমিটিগুলো বাংলার মেয়েদের পাশে আছে । সখেরবাজার, যাদবপুর, শ্যামবাজার সহ কলকাতা তথা বাংলাজুড়ে বিভিন্ন স্থানে মেয়েরা আজকে রাত দখল করবে । স্বাধীনতার দিনে অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে নিতে ধর্ষণমুক্ত বাংলা গড়ার ডাকে আজকের রাত দখল তাঁদের আগামীদিনের লড়াইকে অবশ্যই নতুন করে প্রেরণা জোগাবে ।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: