পদ্মাবতী বসু
অভয়ার ন্যায় বিচারের দাবিতে গত বছর স্বাধীনতার রাতে প্রতিবাদে কলকাতার পথে পথে রাত দখল করেছিল বাংলার মেয়েরা । আজকে তারও বর্ষপূর্তি । একবছর পরে মেয়েরা ন্যায় বিচারের দাবিতে আবারো পথে নামছে । এ প্রতিবাদে কোন রাজনৈতিক রঙ ছিল না । স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ সমাজমাধ্যমে ডাকা প্রতিবাদে সামিল হয়েছিল সেদিন । আজও সেই প্রতিবাদের বর্ষপূর্তিতে বাংলার মেয়েরা পথে নামছে । গতবছর এই আন্দোলন শাসক ও তাঁর শাখাপ্রশাখার বুকে আতঙ্ক ধরিয়ে দিলেও, আজকে তাঁরা অনেকটাই নিশ্চিন্ত । তদন্ত ও বিচারের প্রক্রিয়া যে পথে এগিয়েছে সে পথে তাঁদের জন্য যেন কাঁটা নেই। তাই ল'কলেজের মত শিক্ষা প্রতিষ্ঠানে আবারো ধর্ষনের কান্ড ঘটে । বাংলার মেয়েরা কোথাও নিরাপদ নয় । অভয়ার ন্যায় বিচার না-পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বাংলার মেয়েরা দৃঢ় প্রতিজ্ঞ । ন্যায় বিচারের দাবিতে বাংলাজুড়ে নানা অরাজনৈতিক কমিটি গঠিত হয়েছে । এই কমিটিগুলো বাংলার মেয়েদের আন্দোলনের পাশে আছে । যে কমিটিগুলো জুনিয়র ডাক্তারদের ডাকা গত ৯ আগস্ট অভয়ার মৃত্যুর বছরপূর্তি রাতে মশাল মিছিলে যোগ দিয়েছে । এ লড়াই শুধু আর নারীদের লড়াই নেই । আজকেও সেই কমিটিগুলো বাংলার মেয়েদের পাশে আছে । সখেরবাজার, যাদবপুর, শ্যামবাজার সহ কলকাতা তথা বাংলাজুড়ে বিভিন্ন স্থানে মেয়েরা আজকে রাত দখল করবে । স্বাধীনতার দিনে অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে নিতে ধর্ষণমুক্ত বাংলা গড়ার ডাকে আজকের রাত দখল তাঁদের আগামীদিনের লড়াইকে অবশ্যই নতুন করে প্রেরণা জোগাবে ।
অভয়ার ন্যায় বিচারের দাবিতে গত বছর স্বাধীনতার রাতে প্রতিবাদে কলকাতার পথে পথে রাত দখল করেছিল বাংলার মেয়েরা । আজকে তারও বর্ষপূর্তি । একবছর পরে মেয়েরা ন্যায় বিচারের দাবিতে আবারো পথে নামছে । এ প্রতিবাদে কোন রাজনৈতিক রঙ ছিল না । স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ সমাজমাধ্যমে ডাকা প্রতিবাদে সামিল হয়েছিল সেদিন । আজও সেই প্রতিবাদের বর্ষপূর্তিতে বাংলার মেয়েরা পথে নামছে । গতবছর এই আন্দোলন শাসক ও তাঁর শাখাপ্রশাখার বুকে আতঙ্ক ধরিয়ে দিলেও, আজকে তাঁরা অনেকটাই নিশ্চিন্ত । তদন্ত ও বিচারের প্রক্রিয়া যে পথে এগিয়েছে সে পথে তাঁদের জন্য যেন কাঁটা নেই। তাই ল'কলেজের মত শিক্ষা প্রতিষ্ঠানে আবারো ধর্ষনের কান্ড ঘটে । বাংলার মেয়েরা কোথাও নিরাপদ নয় । অভয়ার ন্যায় বিচার না-পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বাংলার মেয়েরা দৃঢ় প্রতিজ্ঞ । ন্যায় বিচারের দাবিতে বাংলাজুড়ে নানা অরাজনৈতিক কমিটি গঠিত হয়েছে । এই কমিটিগুলো বাংলার মেয়েদের আন্দোলনের পাশে আছে । যে কমিটিগুলো জুনিয়র ডাক্তারদের ডাকা গত ৯ আগস্ট অভয়ার মৃত্যুর বছরপূর্তি রাতে মশাল মিছিলে যোগ দিয়েছে । এ লড়াই শুধু আর নারীদের লড়াই নেই । আজকেও সেই কমিটিগুলো বাংলার মেয়েদের পাশে আছে । সখেরবাজার, যাদবপুর, শ্যামবাজার সহ কলকাতা তথা বাংলাজুড়ে বিভিন্ন স্থানে মেয়েরা আজকে রাত দখল করবে । স্বাধীনতার দিনে অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে নিতে ধর্ষণমুক্ত বাংলা গড়ার ডাকে আজকের রাত দখল তাঁদের আগামীদিনের লড়াইকে অবশ্যই নতুন করে প্রেরণা জোগাবে ।