সোমনাথ চৌধুরী :
কেউ কেউ স্লোগান দিচ্ছেন শুয়ে ,কেউ কাঁদছেন বসে ,তো আবার কেউ পুলিশের পা ধরে হাউহাউ করে কাঁদছেন ।ফের উঠে এলো চাকরির দাবিতে বিক্ষোভের ছবি রাজ্যের রাজধানীতে।এবার রাস্তায় নেমেছেন ২০২২ সালের টেট প্রার্থীরা ।কেন নিয়োগ হচ্ছে না কোনও বেনিয়মের অভিযোগ না থাকা সত্ত্বেও? আর এই প্রশ্ন তুলেই টেট প্রার্থীরা প্রতিবাদে সামিল হয়েছেন ।
এদিন টেট প্রার্থীরা পরিকল্পিতভাবেই এসপ্ল্যানেডে জড় হন।তাঁদের বক্তব্য ,বছরে দু-বার করে হবে টেট পরীক্ষা এমনটাই জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ।তা তো হয়নি বরং যে টেট পরীক্ষা হয় ২০২২-এ,তার ভিত্তিতে নিয়োগও হয়নি ।তাঁরা এই নিয়োগের দাবি জানিয়ে আসছেন তিন বছর ধরে ।টেট পরীক্ষা দেওয়া প্রার্থীদের বক্তব্য ,'পাশ করে কি ভুল করেছি?' ।কেউ আবার বলছেন, 'আমরা মরে যেতে চাই ,সেই ব্যবস্থা অন্তত করা হোক।'
২০২২ সালের সেই টেট পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে ২০২৩ সালে ।টেট প্রার্থীদের একটাই বক্তব্য ,স্বচ্ছ ভাবে টেট পাশ করা সত্ত্বেও ,কেনও সরকার বিগত তিন বছর ধরে নিয়োগ করছে না ।তাঁদের স্পষ্ট কথা ,' অযোগ্যদের জন্য সরকারের ভাবনা আছে ,আমাদের জন্য নেই।'
প্রাথমিকভাবে পুলিশ আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন ।কিন্তু তাঁরা ক্রমশ বিধানসভার সামনে এগিয়ে যান।শহরের 'হাই সিকিউরিটি জোন' হিসেবে চিহ্নিত উক্ত এলাকা,সে কারণেই সেই জায়গা খালি করতে তৎপর হয় পুলিশ ।বোঝানোর চেষ্টায় কোনো লাভ না হওয়ায় ,টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের পিজন ভ্যানে তোলা হয় ।
টেট প্রার্থীদের আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল ওই এলাকায় ।পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় তৎপর পুলিশ।

