Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

ফের বোমা উদ্ধার জঙ্গলমহলের রাস্তায় ! চলছে পুলিশি টহলদারি



সৈকত দত্ত, বর্ধমান :

আউশগ্রামের 'আগামীর বার্তা মানুন' বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মঙ্গলবার সন্ধ্যাবেলা ভাল্কীর এক তৃণমূল নেতা ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন 'খেলা হবে',  তারপর রাত পোহাতেই আউশগ্রামের জঙ্গলের রাস্তার পাশ থেকে উদ্ধার হল দুটি তাজা বোমা! এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা! 
তাহলে কি রাজনৈতিক জলঘোলা করতেই কাউকে ভয় দেখাতে এমন রাস্তার পাশে বোমা রেখে পালালো দুস্কৃতীরা, সে নিয়েই উঠছে প্রশ্ন! 

পুলিশের টহলদারির সময় সে বোম উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। আউশগ্রাম বিধানসভা এলাকায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন নয়! আউশগ্রাম ২ নং ব্লকের বাইরে এবার আউশগ্রাম ১ নং ব্লকের সভাপতি অরূপ সরকারের সঙ্গেও শুরু হয়েছে আউশগ্রামের বিধায়কের সঙ্গে গোষ্ঠী কোন্দল এমনই সূত্রের খবর। শুধু সভাপতি নয়, আউশগ্রাম ১ নং ব্লকের একাধিক নেতা এখন বিধায়ক গোষ্ঠীর বাইরে বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। 

সেই দিক থেকে আউশগ্রাম ২ নং ব্লকে গোষ্ঠী কোন্দল থাকলেও, তেমন সমুখসমরে জড়াননি তৃণমূলের কোনো নেতাই। কিন্তু গত কালকের একটি  রাজনৈতিক গ্রুপে ভাল্কীর প্রাক্তন তৃণমূল সভাপতি অরূপ মির্ধার ইঙ্গিতপূর্ণ পোস্টের পরই, সকাল হতে না হতেই উদ্ধার হল তাজা বোমা সে নিয়ে উঠছে প্রশ্ন। 
আউশগ্রাম ২ নং ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের ভূঁয়েড়া বটতলার জঙ্গল লাগোয়া ব্যস্ততম প্রধান পি ডব্লু ডি রাস্তার ধার থেকে উদ্ধার হয় বুধবার সকালে দুটি তাজা বোমা! পুলিশের টহলদারির সক্রিয়তার ফলে বোমা দুটি উদ্ধার হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। 

আউশগ্রাম থানার পুলিশ বোমা দুটিকে উদ্ধার করে ঘিরে রাখে এলাকাটি। বুধবার দুপুরে বোম স্কোয়াড এসে বোমা দুটিকে নিস্ক্রিয় করা হয় বলে জানা যায়। 
মাস খানেক আগেও এই একই রাস্তার উপর বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। আউশগ্রামের রামনগর ও অমরপুর পঞ্চায়েত এলাকার ২০-২২ টি গ্রামের মানুষ নিত্যদিন মানকরের রেল স্টেশন, বুদবুদ বাজার, ১১ মাইলের পথে ইলামবাজার এবং অভিরামপুরের বিডিও অফিসের কাছে, আউশগ্রাম ২ নং ব্লক অফিসের কাজে যাতায়াত করতে হয় এই রাস্তা ধরেই। ফলে আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। আউশগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুইকেও নিত্যদিন এই জঙ্গলের পথ পেরিয়েই অফিসে যাতায়াত করতে হয়। ফলে তার উপরে চাপ তৈরি করতেই কি এমনটা করলো কেউ,  উঠছে প্রশ্ন! এবিষয়ে জিজ্ঞেস করা হলে আউশগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই বলেন, 'আমাকে অনেক বারই আমাদের বিধায়কের সহযাত্রী দুস্কৃতীরা মারধোর করার চেষ্টা করেছে। পুলিশের কাছে অভিযোগও করেছি। ঘরেও হামলা হয়েছে। আবারও আমাকে প্রাণে মারার জন্য এই চক্রান্ত শুরু হয়েছে। '

মাস খানেক আগেও আউশগ্রাম ২ নং ব্লক সভাপতি সেখ আব্দুল লালনের বাড়ির অদূরের খেলার মাঠে রাখা হয়েছিল বোমা বলে অভিযোগ। সে বোমাও পুলিশ উদ্ধার করে নিস্ক্রিয় করে। নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূল নেতা, কর্মীদের উপর হামলার ঘটনা বেড়েছে। সে নিয়ে মুখ্যমন্ত্রীও উষ্মা প্রকাশ করেন। ফের আবার আউশগ্রামে বোমা উদ্ধার! সে নিয়েই উঠছে প্রশ্ন! যদিও কোনো অভিযোগ ছাড়াই আউশগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon