তৃণমূল ব্লক সভাপতির পাশে দাঁড়িয়ে সরকারের জয়গান সিপিএম সদস্যার
রাম বাউড়ি
আউশগ্রাম: বুধবার আউশগ্রাম ২ নং ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের অমরপুর গ্রামের সিপিএম এর পঞ্চায়েত সদস্যা শিউলি বাগ্দী, সরকারি পাড়ায় সমাধান ক্যাম্পে গিয়ে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, 'বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী সর্বদা ভাবেন। তার কাজের অনুপ্রেরণায় এসেছি ক্যাম্পে। সেই সঙ্গে কাজও ধরিয়েছি। আমাকে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ আব্দুল লালন সাহেবও কাজ ধরাতে সহযোগিতা করেন। মনে হচ্ছে সরকার আমাদের গরীব মানুষদের পাশে আছে।'
শিউলি বাগ্দী আউশগ্রাম ২ নং ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের অমরপুর গ্রামের ১৬ নং বুথের সিপিআই (এম) নির্বাচিত সদস্যা বলে জানা যায়।
তার ক্যাম্পে আসাতে সিপিএমের কর্মীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের কেউ কেউ বলেন, লোভে পরে শিউলি ওদের ক্যাম্পে গেছে। যদিও এবিষয়ে জিজ্ঞেস করা হলে তৃণমূলের ব্লক সভাপতি সেখ আব্দুল লালন বলেন, 'মমতা ব্যানার্জীর উন্নয়নের কর্মযজ্ঞে সামিল না হয়ে উপায় নেই। মানুষের কাজ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই করছেন। সেখানে তিনি কোনো দল দেখেন না। আমরা দেখার কে!"