পুলিশের জালে দুই ছাগল চোর, ছবিঃ রাখী
রাবণ মণ্ডল
গুসকরা: প্রকাশ্য দিবালোকে গুসকরা শহরে ছাগল চুরির ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করল আউশগ্রাম থানার গুসকরা ফাঁড়ির পুলিশ। এবিষয়ে জিজ্ঞেস করা পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আব্দুল কাদের গণি মোল্লা ও বাসুদেব বাউড়ি। তারা বীরভূমের বোলপুর লাগোয়া রায়পুরের বাসিন্দা। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতদেরকে বর্ধমান আদালতে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরার আলুটিয়া এলাকার বাসিন্দা ছট্টু ঘোষের একটি ছাগলকে গতকাল বাইকে চাপিয়ে নিয়ে পালাচ্ছিলেন ধৃতরা। তখনই বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই বাইকের পিছন পিছন তারা ধাওয়া করে। অবশেষে শহরের নিউটাউন মোড় এলাকায় তাদেরকে ধরে ফেলেন স্থানীয়রা। তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিন পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আব্দুল কাদের গণি মোল্লা ও বাসুদেব বাউড়িকে গ্রেপ্তার করা হয়। পুলিশ চোরাই ছাগলটিকে উদ্ধার করার পাশাপাশি ধৃতদের বাইকটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।