নরেন্দ্রনাথ কুলে
লোকসভার বিরোধী দলনেতা বিহারে এক অধিকার যাত্রা শুরু করেছেন । এই যাত্রায় তিনি ১৩০০ কি.মি পথ অতিক্রম করবেন । এমন পথ পরিক্রমায় তিনি 'ভোটার অধিকার' নিয়ে সরব হচ্ছেন । নির্বাচন কমিশন আর বিজেপির যৌথ উদ্যোগে ভোটের আগেই ভোট চুরির অভিযোগে প্রতিবাদে তাঁর এই 'ভোটার অধিকার যাত্রা' বিহারের মানুষকে ভোটের অধিকার সম্পর্কে কতটা সচেতন করতে পারবেন তা ভোটের ফল বলবে । গত লোকসভা ভোটের আগে তাঁর ভারত-জোড়া যাত্রা অবশ্য কংগ্রেসকে সংসদে তুলনামূলক স্বস্তি এনে দিয়েছে । বেকারত্ব, মূদ্রাস্ফীতি, অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি ও কৃষকদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে ছিল তাঁর ভারত-জোড়ো যাত্রা । মণিপুর থেকে মুম্বই । সে যাত্রা কংগ্রেসের একক যাত্রা রাহুল গাঁধীর নেতৃত্বে । এখন বিহারের এই যাত্রা 'ইন্ডিয়া' মঞ্চের সমর্থনে রাহুল গাঁধীর নেতৃত্বে চলছে । মানুষের ভোটার-অধিকার চুরি করে নিচ্ছে বলে তার প্রতিবাদ । তার মানে ভোটের অধিকারটাই শুধু চুরি হতে চলেছে । তারপর সব ঠিক চলছে ? গত লোকসভা ভোটের আগে যে বেকারত্ব, মূদ্রাস্ফীতি, বৈষম্যের বিরুদ্ধে যাত্রা করেছিলেন তা সবকিছুরই সমাধান হয়েছে কি ? দেশের বেকার যুবক-যুবতী তাঁরা কর্মের অধিকার বুঝে নিতে পারছে কি ? মানুষের দৈনন্দিন জীবন মুদ্রাস্ফীতি প্রভাব থেকে স্বস্তি মিলেছে কি ? এমনকি ধনী ও দারিদ্রের মধ্যে বৈষম্য কি ক্রমহ্রাসমান ? কৃষকের দাবি, শ্রমিকের দাবি করার মত আজ আর কিছু অবশিষ্ট নেই?
এমন প্রশ্ন নিয়ে আরো একটি কথা বলতে হয় যে এ দেশের ভোটারের ভোট দেওয়া ছাড়া আর কিইবা অধিকার আছে । আর সেটাই যদি চুরি হয়ে যায় মানুষের অধিকার বলে আর কিছু থাকে না । সত্যি কথা । তবে এখন অধিকার দাবি করাটাও বিপজ্জনক। ভোটার হিসেবে এক মুঠো ভাত ছড়ানো খাবারে কা কা করে পেয়েছি-পেয়েছি দিয়েছে-দিয়েছে বলে চিৎকার করা ছাড়া আর কোন অধিকার আছে কি ?
লোকসভা বিরোধী দলনেতা রাহুল গাঁধীর 'ভোটার যাত্রা' বিহারের মানুষের শুধু ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যাত্রা কি ? বিহারের মানুষের আর কোন অধিকার নিয়ে সমস্যা কি নেই ? এই যাত্রা ভোটারের অধিকার যাত্রার থেকেও গুরুত্ব হল ভোট যাত্রা । ভোট যাত্রা বিরোধী হিসেবে ভোটের প্রচার ছাড়া কিছু নয় । কিন্তু ভোট যাত্রায় শাসকের সুবিধা থাকে একটু বেশি । প্রশাসনকে শাসক দলের দিকে একটু হেলে থাকতে হয় যা কিন্তু আজ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে । যে দল যখন ক্ষমতায় এটা অন্যথা হয় না । 'ভোটার অধিকার যাত্রা' এখন যার, ক্ষমতা এলে বিরোধীরাও তাই করবে । তবে ভোটার অধিকার নিয়ে আন্দোলন তখনই সার্থক হবে যখন নাগরিক অধিকারের সব দাবি ছিনিয়ে নিতে বদ্ধপরিকর হবে । নইলে শুধু ভোটের অধিকারে ভোটার অধিকার যাত্রা র সম্পূর্ণতা থাকে না ।