লখনৌ: উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের গোমতি নগরে ‘পাপ্পু’ নামে পরিচিত দুধ বিক্রেতা মোহাম্মদ শরিফকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি কাস্টমারের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছেন—দুধ ডেলিভারির আগেই স্রেফ থুতু ফেলছেন।
গ্রাহক লভ শুক্লা তার বাড়ির প্রাইভেট সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গেই গোমতিনগর থানায় অভিযোগ করেন। পুলিশ সূত্রে জানতে পারে, মোহাম্মদ শরিফ দীর্ঘদিন ধরেই ওই এলাকায় দুধ সরবরাহ করতেন এবং তাঁর পরিচয় ‘পাপ্পু’ নামে ছিল। গ্রেফতার হওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিন্দার ঝড় উঠেছে। অখিল ভারত হিন্দু মহাসভার মতো সংগঠন থুতু ছাড়াকে ‘স্পিট জিহাদ’ হিসেবে উল্লেখ করে তাকে জাতীয় নিরাপত্তা আইনে (NSA) আটক করার দাবি তুলেছে । এদিকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে পার্লামেন্টারি নির্দেশে সিসিটিভি ও ফুড হাইজিন নিয়ম কড়া করার কথা বলেছেন ।
এটি উত্তর প্রদেশের বরাবরের মতোই বর্ণনা করা হচ্ছে—যেখানে গত বছর বিভিন্ন খাবারে মানবত্যাগ সংক্রান্ত ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশ ও প্রশাসন খাদ্য নিরাপত্তার দাবিতে এখন আরও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।