Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

পহেলগাম হামলার জঙ্গিরা নিহত, লোকসভায় জানালেন অমিত শাহ


পহেলগাম হামলায় যুক্ত তিন জঙ্গিকে সফলভাবে হত্যা করা হয়েছে — লোকসভায় দাঁড়িয়ে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে এই তিনজন জঙ্গিকে নির্মূল করা হয়, যা জাতীয় নিরাপত্তা রক্ষায় একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

অমিত শাহ বলেন, “পহেলগাম হামলার সঙ্গে সরাসরি জড়িত তিন জঙ্গি আমাদের নিরাপত্তা বাহিনীর সাহসিক অভিযানে নিহত হয়েছে। অপারেশন মহাদেবের মাধ্যমে তাদের দমন করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যারা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চক্রান্ত করছে, তাদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।”

শীর্ষ নিরাপত্তা সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি দূর্গম জঙ্গলে কয়েকদিনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জঙ্গিদের অবস্থান শনাক্ত করা হয় এবং সফলভাবে তাদের হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, বোমা ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।

অভিযানের এই সাফল্য সুরক্ষা বাহিনীর কৃতিত্ব এবং পেশাদারিত্বের প্রমাণ হিসেবে দেখছে প্রশাসন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে।

‘অপারেশন মহাদেব’-এর এই সাফল্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর ও দৃঢ় মনোভাবকে আরও একবার সামনে তুলে ধরল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে সর্বদা সক্রিয় রাখা হবে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: