সোমনাথ চৌধুরী :
চলতি মাসেই SIR পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার।সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী , তাঁর রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে আগামী ১৭ই সেপ্টেম্বর।তিনি পরিদর্শন করতে পারেন রাজ্যের বিভিন্ন জেলা। রাজ্যে SIR প্রক্রিয়া অক্টোবর মাসেই শুরু হয়ে যাবে এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।
এদিকে রাজ্য নাগরিকত্বের পরিচয় হিসাবে SIR-এ স্বাস্থ্যসাথির কার্ডকে গণ্য করার দাবি জানিয়েছেন।ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন এই দাবির কথা রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।গত মঙ্গলবার চিঠি পৌঁছেও গেছে নির্বাচন কমিশনে।
মুখ্যসচিবের তরফে উক্ত চিঠিতে জানানো হয়েছে ,নাগরিকত্বের প্রমাণের নথির তালিকায় স্বাস্থ্যসাথির কার্ড,রেশন কার্ড ও আধার কার্ডকে যুক্ত করতে হবে।যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।
জাতীয় নির্বাচন কমিশন বিহারের পর গোটা দেশে SIR চালু করতে চলেছে।ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে ,সব রাজ্যকে প্রস্তুতি শেষ করতে হবে আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে।উক্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে অক্টোবরেই।তারপরেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে।তবে কমিশন এখনও স্পষ্ট করে কোনও দিনক্ষণ জানায় নি।
জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার সব রাজ্যের CEO - দের সাথে বৈঠকে বসেন সূত্রের খবর ,সমস্ত রাজ্যের CEO - দের নির্দেশ দেওয়া হয়েছে উক্ত বৈঠকে।আগামী বছর ভোট পশ্চিমবঙ্গ ,তামিলনাড়ু ,আসাম,পন্ডিচেরী সহ কেরালা এই পাঁচ রাজ্যে।ফলে ,SIR আগে চালু হওয়ার সম্ভাবনা প্রবল এই রাজ্যগুলিতে।

