সোমনাথ চৌধুরী
বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ ওঠে আগেই।কখনও ভুল চিকিৎসার আবার কখনও চিকিৎসায় গাফিলতি অভিযোগ।এমনকি অনেক সময় সমস্যার মুখে পড়েন চিকিৎসক চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও,সাথে নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালে রোগীরা চিকিৎসা পরিষেবা কেমন পাচ্ছেন তা শনিবার সরজমিনে সবটা খতিয়ে দেখতে বালুরঘাট জেলা হাসপাতালে আচমকায় পরিদর্শন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস, সঙ্গে ছিলেন জেলা হাসপাতালের অন্যান্য চিকিৎসক সহ আধিকারিকরা।
এদিন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সর্ব প্রথমে যান হাসপাতালের জরুরি বিভাগে। রোগী ও রোগীর আত্মীয়-পরিজনদের সঙ্গে কথা বলে তাঁদের কোনও অভিযোগ রয়েছে কি না চিকিৎসা পরিষেবা নিয়ে, তিনি তা জানার চেষ্টা করেন। এরপর তাঁকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় সেখানকার চিকিৎসক ও নার্সদের সঙ্গে সাথে সাথে বিভিন্ন তথ্য খতিয়ে দেখেন তিনি।
মূলত চিকিৎসার জন্য হাসপাতালে আসার পরই রোগীকে অন্যত্র রেফার করার অভিযোগ বারবার উঠেছে, সেই সংক্রান্ত গত কয়েকদিনের নথিও খতিয়ে দেখেন তিনি।এদিন জরুরি বিভাগের পাশাপাশি সিসিইউ, এসএনসিইউ বিভাগ, মেল ও ফিমেল ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।হাসপাতালে পুরোনো বিল্ডিংয়ের পরিষ্কার ও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ উঠেছিল, বিষয়টি নজরে আসায় সঙ্গে সঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতাল কর্তৃপক্ষকে তা দেখার নির্দেশ দিয়েছেন।এছাড়াও প্রসূতি বিভাগে কতজনের অস্ত্রোপচার করা হয়েছে, কতজন শিশু সাধারণভাবে জন্মগ্রহণ করেছে, এবং অন্যত্র রেফার করা হয়েছে কতজনকে,এদিন সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেন তিনি।
তাঁর দাবি, যেসব রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনদের সঙ্গে কথা বলেছি, তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে।