বিষয়া ভৌমিক :
হাড়হিম করা ঘটনা! প্রতিবেশী এক যুবকের হাতে খুন হল এক ব্যক্তি ।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন পুরিয়া মহেশপুর এলাকায়।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ।পুলিশ জানায় ,মৃতের নাম সাদিকুল রহমান বয়স ৩০।
শুক্রবার রাতে প্রতিবেশী যুবক ফইজুর রহমান সাদিকুলের পেটে চাকু মারে বলে অভিযোগ।রাস্তার পাশে পরে থাকা সাদিকুলকে স্থানীয় লোকজনেরা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কালিয়াগঞ্জের এসডিপিও নীলেশ শ্রীকান্ত গাইকোয়ার্ড সহ কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখ্যপাধ্যায়।ঘটনার জেরে এলাকায় তৈরী হয় চাঞ্চল্য।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

