সোমনাথ চৌধুরী ;
সন্দেশখালি থেকে হাঁসখালি ,আরজিকর থেকে কসবা ল-কলেজে এবার কুমারগঞ্জ থানার অন্তর্গত তাজপুর এলাকার নাবালিকার পুকুর থেকে অর্ধনগ্ন দেহ উদ্ধার।তিনদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি পুকুর থেকে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় প্রীতি হাঁসদা নামের ওই নাবালিকার।
শুক্রবার প্রীতি গেছিল উদল পরিবারকে না জানিয়ে। সেখান থেকে ফোন করে পরিবারকে জানায় পঞ্চম শ্রেণির ছাত্রী প্রীতি।তারপরেই খোঁজ নিতে পরিবারের লোকজন উদলে পৌঁছায় ,সেখানে প্রীতির খোঁজ না মেলায় কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানায় তাঁর পরিবার ।এরপর অতিক্রান্ত তিন দিন ,সোমবার দুপুর ২ টায় বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরের জহরাপুকুর থেকে উদ্ধার হয় প্রীতির অর্ধনগ্ন দেহ ।
নাবালিকার বাবার দাবি ,প্রীতিকে ধর্ষণ করে খুন করা হয়েছে ।এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানান নাবালিকার বাবা।
সোমবার নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে ,ঘটনার তদন্তে কুমারগঞ্জ থানার পুলিশ।