Select language to read news in your own language

Eco Park : ইকো পার্ক এবার তৈরী হবে বালুরঘাটে

 

সোনিয়া দাস : 

বালুরঘাট পঞ্চায়েত সমিতি ও রাজ্য ট্যুরিজমের যৌথ উদ্যোগে বালুরঘাটে গড়ে উঠতে চলেছে ইকো পার্ক (Eco Park)।শহরের পার্শ্ববর্তী এলাকা ডাঙ্গী ফরেস্ট-কে ইকো পার্ক (Eco Park) হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচিত করা হয়েছে।এর মধ্যেই রাজ্য ট্যুরিজমের তরফে একটি প্রতিনিধি দল ডাঙ্গী ফরেস্ট পরিদর্শন করেছে,ইকো পার্কের (Eco Park) জন্য তাদের জায়গাটি পছন্দ হয়েছে এমনটাই পঞ্চায়েত সমিতি সূত্রের খবর।

ইকো পার্ক (Eco Park) তৈরীর বিষয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতি আশাবাদী সম্ভবত আগামী ৬ মাসের মধ্যে তারা রাজ্য অর্থ মন্ত্রকের ছাড়পত্র পেয়ে যাবেন।তারপরেই শুরু করতে পারবেন ইকো পার্ক (Eco Park) নির্মাণের কাজ।

শহরাঞ্চলের আদর্শ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ইকো পার্ক (Eco Park) নির্মাণের খবর ছড়িয়ে পড়তেই শহরের পরিবেশ প্রেমীদের মধ্যে এক আলাদা উচ্ছাস সহ উন্মাদনার সৃষ্টি হয়েছে। 

এবিষয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, রাজ্য ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফে আমাদের একটা স্কিম পাঠাতে বলেছিল ইকো পার্কের (Eco Park) জন্য।পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছি ,ডাঙ্গীতে আমাদের একটা বড় ফরেস্ট রয়েছে সেখানে ইকো পার্ক (Eco Park) নির্মাণের জন্য বিগত ৩ মাস আগে ১ কোটি টাকার ডিপিআর (DPR) তৈরী করে পাঠিয়েছি। রাজ্য ট্যুরিজমের তরফে একটি প্রতিনিধি দল ডাঙ্গী ফরেস্ট পরিদর্শন করেছে।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: