Select language to read news in your own language

বাংলাদেশের টাকায় মন্দিরের ছবি, তসলিমার তোপে বিতর্ক তুঙ্গে

brown.net.in 

বাংলাদেশের টাকায় মন্দিরের ছবি: কট্টরপন্থীদের ক্ষোভে উত্তাল, তসলিমার তোপ—‘ধর্মনিরপেক্ষতার মুখোশে মিথ্যে পরিকল্পনা!’

বাংলাদেশের নতুন মুদ্রায় মন্দিরের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক ও ক্ষোভ। দেশের কট্টরপন্থী গোষ্ঠী এতে রীতিমতো ফুঁসে উঠেছে। সামাজিক মাধ্যমে চলছে লাগাতার বিক্ষোভ, কেউ কেউ হুমকি দিচ্ছেন এই নতুন নোট জ্বালিয়ে দেওয়ারও।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি মন্তব্য করেছেন, “জিহাদিরা হিংস্র হয়ে উঠেছে। তারা এই নোট আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।” তসলিমা আরও কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, “যে সরকার হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কখনও কোনো পদক্ষেপ নেয়নি, সে সরকার আজ হঠাৎ মন্দিরের ছবি টাকায় ছাপাচ্ছে কেন? এটা কি শুধুই মানুষকে ধোঁকা দেওয়ার ‘মেটিকুলাস প্ল্যান’?”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশে ধর্মনিরপেক্ষতার দাবিদার সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধীরা বলছেন, এটি একধরনের চকচকে প্রতীকী চাল, যার মাধ্যমে সরকার একদিকে হিন্দু সম্প্রদায়ের মন পেতে চায়, অপরদিকে মূল সমস্যাগুলিকে আড়াল করতে চায়।

সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এই ইস্যু এখন তীব্র বিতর্কের কেন্দ্রে, আর সাধারণ মানুষ দ্বিধায়—এ কি ধর্মনিরপেক্ষতার নতুন রূপ, না কি মুখোশের আড়ালে অন্য কোনও ইঙ্গিত?

ads banner


ads banner

Bangla eDaily to resume soon