Select language to read news in your own language

পুরনো পদে ফেরার অপেক্ষায় ৭৫০ জনেরও বেশি শিক্ষক-অনুমোদন দেবে শিক্ষা দফতর

1 minute read



 

সোমনাথ চৌধুরী 

শিক্ষকতা করতে এসেছিলেন অনেকেই বিভিন্ন সরকারি দফতরের চাকরি ছেড়ে । তাঁদেরই পুরনো চাকরিতে ফিরে যাওয়ার প্রথম ধাপের কাজে এগিয়েছে শিক্ষা দফতর।

অনেকেই বিভিন্ন সরকারি দফতরের চাকরি ছেড়ে শিক্ষকতার চাকরিতে এসেছিলেন। মাঝপথে চাকরিহারা হতে হয়েছে তাঁদের।এমন শিক্ষকদের মধ্যে অনেকেই পুরনো চাকরিতে ফেরার কথা ভাবছেন।ইতিমধ্যেই ৭৫০ জন প্রার্থীর আবেদন খতিয়ে দেখেছে শিক্ষা দফতর।সংশ্লিষ্ট দফতরে সেই সব আবেদনপত্র অনুমোদনের জন্য  পাঠানো হয়েছে।জানা গিয়েছে, পুরনো চাকরিতে ফেরার আবেদনের সংখ্যা পার করেছে হাজারের গণ্ডি।

অনুমোদন পেলেই  পূর্বের চাকরিতে ফিরে যেতে পারবেন চাকরিহারা শিক্ষকেরা। তাঁরা বিভিন্ন সরকারি দফতরের পদ ছেড়ে শিক্ষকতার কাজে যোগ দিয়েছিলেন, শীর্ষ আদালতের নির্দেশে তাঁরা চাকরিহারা বর্তমানে। চাকরিহারাদের পুরনো পদে ফিরে যাওয়ার সুযোগও দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁদের সে ক্ষেত্রে 'সার্ভিস ব্রেক' হবে না। তবে, পুরনো পদে বহাল রাখার প্রক্রিয়া তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে সেই সমস্ত শিক্ষকদের। আর তারই ফলস্বরূপ বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে শিক্ষা দফতরে।

প্রসঙ্গত উল্লেখ,  উচ্চ মাধ্যমিকের পাশাপাশি প্রাথমিক, মাদ্রাসা সহ সরকারি নানা দফতরের বিভিন্ন পদে বহু চাকরিহারা বহাল ছিলেন। পুরনো চাকরিতে ফিরে যাবেন, এমন প্রার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার। 

এবিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, দীর্ঘদিন ডেপুটেশন জমা দেওয়ার পর এই বিপুল সংখ্যক চাকরিজীবীর পুনর্নিয়োগের জন্য সর্বোচ্চ স্তর থেকে সবুজ সঙ্কেত মিলেছে। তবে, কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রার্থীদের নিজের জেলায় পোস্টিংয়ের ব্যবস্থা করলে ভাল হয় বলে  জানান তিনি।

অন্যান্য সরকারি দফতরে  চাকরি পেয়েও যোগ দেননি, ২০১৬ সালের প্যানেলভুক্ত এমন শিক্ষকদের সংখ্যাও কম নয়। তাঁরা সে ক্ষেত্রে  কী করবেন? প্রশ্ন তুলেছেন 'শিক্ষানুরাগী ঐক্য মঞ্চে'র সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তিনি বলেন, ''আমরা দাবি করছি, এর স্থায়ী সমাধান করা হোক। সমস্ত ওএমআর(OMR) প্রকাশ করে রি-প্যানেলের মাধ্যমে যোগ্যদের তালিকা প্রকাশ করুক এসএসসি(SSC)। 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags:
Today | 20, July 2025